পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছে। আগ্রহী প্রার্থীকে আগামী ৪ মার্চের মধ্যে রেজিস্ট্রি ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।
পদগুলো হলো সিনিয়র রিসার্চ অফিসার, রিসার্চ অফিসার ও সহকারী প্রোগ্রামার।
সিনিয়র রিসার্চ অফিসার পদে এক, রিসার্চ অফিসার (প্রশমন) পদে এক, রিসার্চ অফিসার (অভিযোজন) পদে এক, রিসার্চ অফিসার (পরিবেশ) পদে এক ও সহকারী প্রোগ্রামার পদে এক জন নিয়োগ পাবেন।
আবেদনপত্র পাঠাতে হবে প্রকল্প পরিচালক, সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ রিসার্চ প্রজেক্ট, পরিবেশ ভবন, কক্ষ নং ৪১২, চতুর্থ তলা, ই-১৬, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায়।
বিজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।