২০টি শূন্য পদ অস্থায়ীভাবে পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। আগ্রহী প্রার্থীদের ২৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
প্রকল্প ব্যবস্থাপক (প্রশাসন, অর্থ, লজিস্টিকস ও ক্রয়) পদে এক, প্রকল্প ব্যবস্থাপক (বাস্তবায়ন, প্রশিক্ষণ, সমন্বয় ওসেক্টোরাল সাপোর্ট) পদে এক, জেলা প্রকল্প ব্যবস্থাপক পদে তিন, উপজেলা প্রকল্প ব্যবস্থাপক পদে এক, কর্মসূচি সমন্বয়ক (লজিস্টিকস ও ক্রয়) পদে এক, প্রোগ্রাম অফিসার (প্রশিক্ষণ ও শিক্ষা) পদে এক, প্রোগ্রাম অফিসার (পরিকল্পনা, পরিবীক্ষণ ও এমআইএস) পদে এক, প্রোগ্রাম অফিসার (ওয়াশ, সিফরডি, শিশু সুরক্ষা ও এলসিবিসিই) পদে এক, সহকারী প্রকল্প ব্যবস্থাপক পদে পাঁচ, কেয়ারটেকার কাম স্টোর সহকারী পদে এক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে তিন এবং অফিস সহায়ক পদে এক জন নিয়োগ পাবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
প্রকল্প পরিচালক, পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি।
বিজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।