বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৭০৯ নিয়োগ জনপ্রশাসন মন্ত্রণালয়ে

  •    
  • ৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:০৭

প্রার্থীর বয়স ২০২১ সালের পয়লা জানুয়ারি ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

সরকারি যানবাহন অধিদপ্তরের শূন্যপদ পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগ্রহী প্রার্থীকে ১১ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

পদগুলো হচ্ছে গাড়িচালক (গ্রেড-১৫), মেকানিক গ্রেড-বি (গ্রেড-১৫), গাড়িচালক (গ্রেড-১৬), স্পিডবোট চালক (গ্রেড-১৬), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬), হিসাব সহকারী (গ্রেড-১৬), টাইম কিপার (গ্রেড-১৬), ক্রয় সহকারী (গ্রেড-১৬), মেকানিক গ্রেড-ডি (গ্রেড-১৮), ডেসপাচ রাইটার (গ্রেড-১৮), স্টোর ম্যানিয়েল (গ্রেড-২০), ক্লিনার/হেল্পার (গ্রেড-২০), অফিস সহায়ক (গ্রেড-২০) এবং নিরাপত্তাপ্রহরী (গ্রেড-২০)।

গাড়িচালক (গ্রেড-১৫) পদে ২৮০, মেকানিক গ্রেড-বি (গ্রেড-১৫) পদে ২৫, গাড়িচালক (গ্রেড-১৬) পদে ১৮৬, স্পিডবোট চালক (গ্রেড-১৬) পদে ৯৬, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) পদে সাত, হিসাব সহকারী (গ্রেড-১৬) চার, টাইম কিপার (গ্রেড-১৬) পদে এক, ক্রয় সহকারী (গ্রেড-১৬) পদে এক, মেকানিক গ্রেড-ডি (গ্রেড-১৮) পদে আট, ডেসপাচ রাইটার (গ্রেড-১৮) পদে ১৫, স্টোর ম্যানিয়েল (গ্রেড-২০) পদে এক, ক্লিনার/হেল্পার (গ্রেড-২০) পদে ৫১, অফিস সহায়ক (গ্রেড-২০) পদে নয় এবং নিরাপত্তাপ্রহরী (গ্রেড-২০) পদে ২৫ জন নিয়োগ পাবেন।

প্রার্থীর বয়স ২০২১ সালের পয়লা জানুয়ারি ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদন করতে এখানে ক্লিক করুন

এ বিভাগের আরো খবর