বাংলাদেশ আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর অস্থায়ী ভিত্তিতে ১৩টি পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। প্রকৃত বাংলাদেশি নাগরিকরা ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সাইটে আবেদনফর্ম পূরণ করতে পারবেন।
পদগুলো হচ্ছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিসটেন্ট (আরকাইভস), হিসাবরক্ষক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিসটেন্ট (আরকাইভস), জুনিয়র টেকনিক্যাল অ্যাসিসটেন্ট (লাইব্রেরি), সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ড্রাইভার, লিফট অপারেটর, দপ্তরি, বুক সর্টার, রেকর্ড সর্টার এবং অফিস সহায়ক।
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিসটেন্ট (আরকাইভস) এক জন, হিসাবরক্ষক এক জন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর দুই জন, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিসটেন্ট (আরকাইভস) এক জন, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিসটেন্ট (লাইব্রেরি) তিন জন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এক জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুই জন, ড্রাইভার এক জন, লিফট অপারেটর এক জন, দপ্তরি তিন জন, বুক সর্টার দুই জন, রেকর্ড সর্টার এক জন এবং অফিস সহায়ক পদে চার জন নিয়োগ পাবেন।
পুরো বিজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।