বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন ছয়টি পদে লোকবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের ২২ ফেব্রুয়ারির মধ্যে আবেদপত্র পাঠাতে হবে।
পদগুলো হলো প্রোগ্রামার, নিরীক্ষা অফিসার, হিসাব রক্ষণ অফিসার, বাজেট বা অর্থ অফিসার, কনিষ্ঠ নৌ অফিসার ও সহকারী পরিযান অফিসার।
প্রোগ্রামার পদে এক, নিরীক্ষা অফিসার পদে এক, হিসাব রক্ষণ অফিসার পদে এক, বাজেট বা অর্থ অফিসার পদে এক, কনিষ্ঠ নৌ অফিসার পদে দুই ও সহকারী পরিযান অফিসার পদে নয় জন নিয়োগ পাবেন।।
বিআইডব্লিউটিসি এর ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে ২২ ফেব্রুয়ারির মধ্যে ‘চিফ পার্সোনেল ম্যানেজার ও কমিটির সদস্য সচিব, বিআইডব্লিউটিসি, ২৪ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, বাংলামোটর, ঢাকা-১০০০’ ঠিকানাায় পাঠাতে হবে।
পুরো বিজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।