সৈনিক পদে ট্রেড-২ (বিশেষ পেশায়) পুরুষ ও নারী প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের সব জেলার প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
২০২২ সালের ৬ ফেব্রুয়ারি প্রার্থীর বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ পাওয়া প্রার্থীরা আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবেন।
পেইন্টার ডেকোরেটর এবং পেইন্টার পদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে।
পদগুলো হচ্ছে কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার, ব্যান্ডসম্যান, ব্রাসব্যান্ড, কার্পেন্টার, পেইন্টার ডেকোরেটর, পেইন্টার, টেইলার ও কাটিং অ্যান্ড জয়েনিং।
৩১ জানুয়ারির মধ্যে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
সম্পূর্ণ বিজ্ঞাপনটি দেখার জন্য এই লিংকে ক্লিক করুন।