সহকারী জজ পদে নিয়োগের জন্য বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। পদ সংখ্যা একশতটি। তবে বিধি অনুযায়ী পদ সংখ্যা কমতে বা বাড়তে পারে।
২৫ মার্চ, ২০২১ তারিখে প্রার্থীর বয়স ৩২ বছর বা তার কম হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষার মূল সনদপত্র অনুযায়ী প্রার্থীর বয়স নির্ধারণ হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে। অথবা কোনো স্বীকৃত বিদেশী বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। যারা এসব পরীক্ষা দিচ্ছেন তারাও আবেদন করতে পারবেন।
১৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখ রাত ১২টার মধ্যে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।