বাংলাদেশ সেনাবাহিনী ডিএসএসসি (এএমসি) পদে পুরুষ ও নারী চিকিৎসক নিয়োগ দিতে যাচ্ছে। প্রার্থীকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
প্রার্থীর বয়স ২০২১ সালের ১ জুলাই অনূর্ধ্ব ২৮ বছর হতে হবে। কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেতে হবে। সরকার অনুমোদিত মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রীধারী হতে হবে। তাকে ইন্টার্নশিপ সম্পন্নকারীও হতে হবে।
পুরুষ প্রার্থীকে অবিবাহিত হতে হবে। তবে ১ জুলাই যাদের বয়স ২৬ বছরের বেশি হবে, তাদের বিবাহিত হলেও আবেদন করতে পারবেন।
অবিবাহিত-বিবাহিত যেকোনো ধরনের নারী প্রার্থী আবেদন করতে পারবেন।
উত্তীর্ণ প্রার্থীরা প্রশিক্ষণ শেষে ক্যাপ্টেন পদে কমিশন পাবেন।
প্রার্থীরা শুধু অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে গিয়ে কোনো ধরনের অসুবিধা হলে কাস্টমার সাপোর্ট নম্বরে (০১৭১৩১৬১৯৭৯) সরাসরি যোগাযোগ করবেন।
পুরো বিজ্ঞাপন দেখতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।