প্রবাসী শ্রমিকদের সহযোগিতায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট’স ভলান্টিয়ারিজম অ্যান্ড ফিল্যানট্রফি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ওমর ফারুকী শিপন।
পিপলস অব গুড ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড পেয়েছেন প্রবাসী শিপন। এটি সিঙ্গাপুরের সবচেয়ে সম্মানজন পুরস্কার। প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করায় দেশটির সরকার তাকে এই পুরস্কারে ভূষিত করে।
শুক্রবার সিঙ্গাপুরের ইসথানা ভবনে আনুষ্ঠানিকভাবে দেশটির প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব এই পদক তুলে দেন শিপনের হাতে।
ওমর ফারুকী শিপনের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর থানায়। তিনি ২০১০ সালে স্নাতক পাস করেন। এরপর জীবিকার সন্ধানে পাড়ি জমান সিঙ্গাপুরে। সেখানে তিনি দেশটির একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত।
কোভিড-১৯ শুরুর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিঙ্গাপুরে গৃহবন্দী প্রবাসী শ্রমিকদের সহযোগিতার জন্য তিনি সরকার ঘোষিত ৩১ জন সম্মানিত ব্যক্তির তালিকায় উঠে আসেন।
ওমর ফারুকী শিপন পাঁচ বছর আগে বাংলাদেশি মাইগ্র্যান্ট ওয়ার্কার্স ইন সিঙ্গাপুর নামে একটি ফেসবুক পেজ খোলেন। এতে প্রবাসী শ্রমিকদের নানা সমস্যা-সম্ভাবনা ও পরামর্শ তুলে ধরেন। দেশটির আইন কানুনসহ সমসাময়িক স্থানীয় পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ লেখা বাংলায় অনুবাদ করে পেজে দিতে থাকেন।
তিনি মহামারিতে প্রবাসীদের মনোবল বাড়াতে লাইভ অনুষ্ঠানও করেন। এ ছাড়া প্রতিদিন এক থেকে ২০০ শ্রমিকের নানা সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। তাকে সহযোগিতায় এগিয়ে আসে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। তার ফেসবুক পেজটি সিঙ্গাপুর সরকার নিয়মিত মনিটরিং করে।