বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৭৮ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ গ্যাস ফিল্ডস

  •    
  • ৫ অক্টোবর, ২০২০ ১৪:১৩

১৭টি পদে ৭৮ জনকে নিয়োগ দেয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। তবে একজন ব্যক্তি শুধু একটি পদেই আবেদন করতে পারবেন।

যেসব পদে লোক নেওয়া হবে

১. সহকারী ব্যবস্থাপক (সাধারণ): ১০ জন

২. সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব): ৮ জন

৩. সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল): ১০ জন

৪. সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল): ৩ জন

৫. সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রিক্যাল): ৭ জন

৬. সহকারী ব্যবস্থাপক (সিভিল): ২ জন

৭. সহকারী ব্যবস্থাপক (ইনফরমেশন টেকনোলজি): ২ জন

৮. সহকারী ব্যবস্থাপক (টেলিকম): ১ জন

৯. সহকারী ব্যবস্থাপক (পেট্রোলিয়াম): ৪ জন

১০. সহকারী ব্যবস্থাপক (ভূতত্ত্ব): ২ জন

১১. মেডিকেল অফিসার: ৪ জন

১২. সহকারী কর্মকর্তা (সাধারণ): ৬ জন

১৩. সহকারী কর্মকর্তা (অর্থ/হিসাব): ৩ জন

১৪. সহকারী কারিগরি কর্মকর্তা (মেকানিক্যাল): ৪ জন

১৫. সহকারী কারিগরি কর্মকর্তা (ইলেকট্রিক্যাল): ৪ জন

১৬. সহকারী কারিগরি কর্মকর্তা (সিভিল): ৪ জন

১৭. সহকারী কারিগরি কর্মকর্তা (পাওয়ার): ৪ জন

বয়স

২০২০ সালের  ১২ অক্টোবর পর্যন্ত আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে পারবে। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে, প্রতিবন্ধী প্রার্থী ও মেডিকেল অফিসার পদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩২ বছর প্রযোজ্য হবে।

বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষাবোর্ড প্রদত্ত এসএসসি/সমমান সনদে উল্লেখিত জন্ম তারিখ গণ্য হবে। কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের সময়

প্রার্থীরা অনলাইনে টেলিটকের (http://bgfcl.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় ১২ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আবেদন ফি ধরা হয়েছে ৫০০ টাকা।

প্রার্থীদের আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বর ও বাংলাদেশ গ্যাসফিল্ডের ওয়েবসাইট থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সহ বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই ঠিকানায়। (https://www.bgfcl.org.bd)।

এ বিভাগের আরো খবর