নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে বাস্তবসম্মত, উন্নয়ন ও গণমুখী এবং ব্যবসাবান্ধব বলে জানিয়েছে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হকসহ পরিচালনা পরিষদ এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে অভিনন্দন জানান।
বিবৃতিতে বলা হয়, দেশের ইতিহাসের সর্ববৃহৎ এ বাজেট সুষম হয়েছে বলে মনে করে খুলনা চেম্বার। দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প, স্বাস্থ্য, কৃষি, চিকিৎসাসহ সর্বক্ষেত্রে জনগণ এর সুফল পাবে। বাজেটে সামাজিক নিরাপত্তার দিকও অনেক প্রসারিত হয়েছে।
খুলনার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্দ ও কাজ দ্রুত করার দাবি জানিয়ে চেম্বারের নেতারা বলেন, খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পের কাজে আরও বেশি অর্থ বরাদ্দ এবং শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রকল্পের কাজ দ্রুত শেষ করে চালুর পরিকল্পনা করতে হবে।
জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য দক্ষিণাঞ্চলের নদীবেষ্টিত অঞ্চলগুলোতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং সুন্দরবনকে রক্ষায় পরিকল্পনা গ্রহণের দাবিও জানান তারা।
বিবৃতিতে বলা হয়, বিগত দিনে সিডর, আইলা, আম্পান ও সবশেষ ইয়াসের মত ঘূর্ণিঝড় এবং করোনার সময়ে লকডাউনের কারণে ব্যবসা-বাণিজ্য, শিল্প-কলকারখানা, মৎস্য ও কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে এ বাজেটের সুফল পেতে পারেন সেদিকে দৃষ্টি দেয়া প্রয়োজন।
করোনার সময়ে লকডাউনের কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখলেও তাদের দোকান ভাড়া, ভ্যাট, ট্যাক্স, বিদ্যুৎ বিল ও কর্মচারীদের বেতন দিতে হয়েছে জানিয়ে বলা হয়, এমন অবস্থায় মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাট মওকুফ অথবা প্যাকেজ ভ্যাটের আওতায় নিয়ে আসা যেতে পারে। এ ছাড়া মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সরকারের অনুদান পেলে ব্যবসা পরিচালনা করতে সক্ষম হবেন।