এবারের বাজেট হচ্ছে ধনী তোষণ এবং গরিব মানুষদের ঠকানোর বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বরিশাল জেলা শাখার সদস্যসচিব মনীষা চক্রবর্তী।
স্বাস্থ্য খাতে গত বছরে বরাদ্দ ছিলে ৫ ভাগ, তাও কমানো হয়েছে। শিক্ষাসহ জনগুরুত্বপূর্ণ খাতগুলোতে বরাদ্দ কমানো হয়েছে।
মনীষা বলেন, ‘এই করোনাকালে দেশের প্রায় দুই কোটি মানুষ যেখানে দারিদ্র্যসীমার নিচে রয়েছে, তাদের কীভাবে কর্মসংস্থান দেয়া হবে বা তাদের জন্য কী করা হবে, সেই সংশ্লিষ্ট কোনো নির্দেশনা বা প্রস্তাবনা নেই বাজেটে।
‘এবারে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। একবার ভ্যাটবিরোধী আন্দোলনের মুখে সরকার এই ভ্যাট প্রত্যাহার করে নিলেও সেই শিক্ষা হয়তো তারা ভুলে গেছে। শিক্ষাকে তারা ব্যবসা মনে করে সেটা বাণিজ্যিকীকরণ শুরু করেছে।
‘আমরা মনে করি, করোনাকালে যেখানে স্বাস্থ্য খাতকে বেশি গুরুত্ব দেয়া উচিত ছিল, সেখানে তা দেয়া হয়নি। এটা ধনী তোষণের বাজেট, জনবান্ধব বাজেট নয়। তাই এই বাজেট আমরা প্রত্যাখ্যান করছি।’