২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ধনীদের খুশি করার বাজেট হিসেবে আখ্যায়িত করেছে বাম গণতান্ত্রিক জোট।
বাম জোটের পক্ষ থেকে বলা হচ্ছে, করোনার আঘাত মোকাবিলায় ঘোষিত বাজেটে উল্লেখযোগ্য কোনো দিক নির্দেশনা ও বরাদ্দ নেই। বাজেটে ধনী তোষণ, কালো টাকা সাদা করা ও সাধারণ মানুষের উপর ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
বুধবার রাতে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলেন, ‘ঘোষিত বাজেটে ধনীদের করপোরেট কর কমানো, কালো টাকা ও অপ্রদর্শিত টাকাকে সাদা করার সুযোগ দেয়া সহ আমলা-ধনীদের খুশি করার দিকেই সরকার মনযোগ বেশি দিয়েছে।’
ভ্যাট-ট্যাক্সসহ পরোক্ষ করের বোঝা বাড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘৪২ শতাংশ কর্মসংস্থানের ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্র কৃষি খাত ও ১৭ কোটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থা বরাবরের ন্যায় উপেক্ষিত থেকেছে।’
বাম জোটের সমন্বয়ক বলেন, ‘করোনায় কর্মহীন হয়ে পড়া আড়াই কোটি নতুনসহ ৪২ শতাংশ দারিদ্রসীমার নীচে চলে যাওয়াসহ অসংগঠিত খাতে সাড়ে পাঁচ কোটি শ্রমজীবীর জন্য কোনো সুরক্ষা ব্যবস্থা ও গ্রাম-শহরের শ্রমজীবী-মধ্যবিত্ত জনগণের জন্য রেশনসহ খাদ্য নিরাপত্তার জন্য বরাদ্দ ঘোষিত বাজেটে নেই।’তিনি বলেন, ‘বিশাল আকারের বাজেট ও অনেক কথার চাতুরিতে বাজেটে জনগণের মূল সমস্যাকে আড়াল করা হয়েছে।’
তিনি ঘোষিত বাজেটকে প্রত্যাখ্যান করে ১৭ কোটি মানুষের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থানসহ জনস্বার্থকে প্রাধান্য দিয়ে এবং সব মানুষকে টিকার আওতায় আনার রোড ম্যাপও বাজেটে ঘোষণা করার আহ্বান জানান।