বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোর্ট হবে ডিজিটাল, আসামি হাজিরা ভিডিও কনফারেন্সে

  •    
  • ৩ জুন, ২০২১ ২০:৪১

‘দেশের প্রতিটি আদালতকে ই-কোর্টে পরিণত করা হবে এবং আটককৃত দুর্ধর্ষ আসামিদের আদালতে হাজির না করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারকার্য পরিচালনা করা হবে।’

ই-জুডিশিয়ারির মাধ্যমে দেশের সামগ্রিক বিচারব্যবস্থাকে ডিজিটালাইজড করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, ‘এ লক্ষ্যে তথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ই-কোর্ট প্রতিষ্ঠা করা হবে, যেখানে আসামিরা জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির থাকবেন।’

বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘বিচার কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির জন্য তথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক বিচারব্যবস্থাকে ডিজিটালাইজড করার উদ্যোগ নেয়া হয়েছে। সে লক্ষ্যে ই-জুডিশিয়ারি প্রকল্পের আওতায় দেশের সামগ্রিক বিচারব্যবস্থাকে ডিজিটালাইজড করা হবে।

‘দেশের প্রতিটি আদালতকে ই-কোর্টে পরিণত করা হবে এবং আটককৃত দুর্ধর্ষ আসামিদের আদালতে হাজির না করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারকার্য পরিচালনা করা হবে।’

তিনি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টসহ অধস্তন আদালতগুলোর সব কার্যক্রমকে অটোমেশন এবং নেটওয়ার্কের আওতায় আনা হবে। অধস্তন আদালতগুলোর বিচারাধীন মামলার বর্তমান অবস্থা, শুনানির তারিখ, ফলাফল এবং পূর্ণাঙ্গ রায় নিয়মিতভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিচারপ্রার্থীরা শিগগিরই এর সুফল ভোগ করতে পারবেন।’

এবারের বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য ১ হাজার ৮১৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা গত বছরের সংশোধিত বাজেটে ছিল ১ হাজার ৭১৬ কোটি টাকা। আর সুপ্রিম কোর্টের জন্য ২২৫ কোটি টাকা বরাদ্দ দেয়ার প্রস্তাব করা হয়েছে; যা গত অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ১৮৭ কোটি টাকা।

এ বিভাগের আরো খবর