বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘বাজেটে মধ্যবিত্তের জন্য কিছু নেই’

  •    
  • ৩ জুন, ২০২১ ২০:০৬

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ ও নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলামও উপস্থিত ছিলেন। 

মহামারি করোনা সময়ে উত্থাপিত বাজেটে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মনে করেন জাতীয় সংসদে বিএনপির প্রতিনিধিত্বকারী সংসদ সদস্যরা। বাজেটে মধ্যবিত্তদের জন্য কোনো কিছু রাখা হয়নি বলেও তারা দাবি করেন।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশন থেকে বেরিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা সাংবাদিকদের এসব কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ ও নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলামও উপস্থিত ছিলেন।

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় বলেন, বাজেট নিয়ে কোভিডকালে জাতির প্রত্যাশা ছিল, যে আকাঙ্খা ছিল, যে সামাজিক খাতগুলো, স্বাস্থ্য খাতে যে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা সেখানে আমরা আশানুরূপ বরাদ্দ লক্ষ করতে পারি না।

‘বাজেটে দুর্নীতি রোধকল্পে কোনো নির্দেশনা নেই। কিন্তু বলতে অসুবিধা নেই, বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে দুর্নীতি। বাজেটে আগামী উন্নয়ন পরিকল্পনা খাতে মেগা প্রজেক্টে বরাদ্দ রাখা একটি গুরত্বপূর্ণ দিক। মেগা প্রজেক্টে বিপুল পরিমাণ অর্থ রাখা হয়েছে।’

তিনি বলেন, কিছু দিন আগে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে। গত ৫০ বছর স্থায়ী বাজেট না করতে পারার কারণে ব্যাপক সম্পদের ক্ষতি হয়েছে। কিন্তু রূপপুর পারমাণবিক প্রকল্পে প্রায় ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বিএনপির নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সাধারণ মানুষ, মধ্যবিত্ত কী অবস্থায় আছে তার কোনো কিছুই আমরা বাজেট বক্তৃতায় খুঁজে পেলাম না।

নতুন যারা দরিদ্রের তালিকায় যুক্ত হয়েছে, তাদের নিয়ে বাজেটে কোনো কিছু রাখা হয়নি বলে উল্লেখ করেন তিনি।

হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য। আমিনুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে থেকে নির্বাচিত। আর ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির নারী সংসদ সদস্য।

এ বিভাগের আরো খবর