বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাজেট বাস্তব ও গণমুখী: বরিশাল চেম্বার অফ কমার্স

  •    
  • ৩ জুন, ২০২১ ১৯:৩৮

বরিশাল মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের সভাপতি নিজাম উদ্দিন মৃধা বলেন, ‘করোনাকালে আমাদের শিল্পখাতের অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে যেসব শিল্প খাত জরাজীর্ণ অবস্থায় রয়েছে সেগুলোর দিকে নজর রেখে বাজেট প্রণয়ন প্রয়োজন, তা না হলে শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে।’

২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে গণমুখী ও বাস্তবমুখী বাজেট বলে স্বাগত জানিয়েছেন বরিশাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতারা।

সদ্য ঘোষিত প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় বরিশাল চেম্বারের সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, ‘করোনা মহামারির প্রভাবে সব ব্যবসা বাণিজ্যের অপূরণীয় ক্ষতি হয়েছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারী শিল্প প্রতিষ্ঠানগুলো মুখ থুবড়ে পড়েছে। বিষয়টি মাথায় রেখে সরকার যে বাজেট প্রস্তাবনা দিয়েছে তা গণমুখী।’

তিনি বলেন, ‘অতীতে বরিশাল চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে অঞ্চলভিত্তিক বাজেট করার দাবি জানিয়ে আসছি। ঢাকা এবং চট্টগ্রামের সঙ্গে ব্যবসায়ী প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ দিতে হবে। কেননা এখানে উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠানে গ্যাস ব্যবহারের কোনো সুযোগ নেই।’

আগামী বছরগুলোতে অর্থনৈতিক অঞ্চল বিবেচনায় নিয়ে বাজেট ঘোষণার দাবিও জানান তিনি।

বরিশাল মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের সভাপতি নিজাম উদ্দিন মৃধা বলেন, ‘করোনাকালে আমাদের শিল্পখাতের অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে যেসব শিল্প খাত জরাজীর্ণ অবস্থায় রয়েছে সেগুলোর দিকে নজর রেখে বাজেট প্রণয়ন প্রয়োজন, তা না হলে শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে।’

এ বিভাগের আরো খবর