প্রস্তাবিত বাজেটে জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। এবার বরাদ্দ দেয়া হয়েছে ২৯ হাজার ১২৪ কোটি টাকা। গত অর্থবছরের তুলনায় এটি ২ হাজার ১৭৮ কোটি টাকা বেশি। গত বছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ২৬ হাজার ৯৪৬ কোটি টাকা।
এ খাতে এবারের বরাদ্দ মোট বাজেটের ৪ দশমিক ৮ শতাংশ।
জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতের মধ্যে রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগ, জননিরাপত্তা বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং সুরক্ষা সেবা বিভাগ।
সুপ্রিম কোর্ট বিভাগের জন্য ২২৫ কোটি টাকা বরাদ্দ দেয়ার প্রস্তাব করা হয়েছে, যা গত অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ১৮৭ কোটি টাকা।
বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য ১ হাজার ৮১৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে। এতে পরিচালনা ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৬৪ কোটি টাকা। আর উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৪৯ কোটি টাকা। বিদায়ী অর্থবছরে সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ১ হাজার ৭১৬ কোটি টাকা।
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জননিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। এবার বরাদ্দ দেয়া হয়েছে ২৩ হাজার ৮২ কোটি টাকা। পরিচালনা ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৪শ ৮৫ কোটি টাকা। আর উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৯৭ কোটি টাকা।
২০২০-২০২১ অর্থবছরের তুলনায় ১ হাজার ৪২০ কোটি টাকার বরাদ্দ বাড়ানো হয়েছে। বিদায়ী অর্থবছরে সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ২১ হাজার ৬৬২ কোটি টাকা।
প্রস্তাবিত বাজেটে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের জন্য বরাদ্দ কমানো হয়েছে। ২০২১-২০২২ অর্থবছরে বরাদ্দ হিসেবে প্রস্তাব করা হয়েছে ৩৭ কোটি টাকা। তবে গত অর্থবছরে সংশোধিত বরাদ্দ ছিল ৩৮ কোটি টাকা। আসছে অর্থবছরে এ বিভাগে পরিচালনা ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি টাকা আর উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ কোটি টাকা।
প্রস্তাবিত বাজেটে দুর্নীতি দম কমিশনে বরাদ্দ বাড়ানো হয়েছে। বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ১২১ কোটি টাকা। আসছে অর্থবছরের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ১৫৯ কোটি টাকা। এতে পরিচালনা ব্যয় ১৩৮ কোটি টাকা। এবং উন্নয়ন ব্যয় ২১ কোটি টাকা ধরা হয়েছে।
সুরক্ষা সেবা বিভাগেও বরাদ্দ বাড়িয়ে প্রস্তাব দেয়া হয়েছে। আসছে অর্থবছরে বরাদ্দ ধরা হয়েছে ৩ হাজার ৮০৮ কোটি টাকা। এই বিভাগে পরিচালনা ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫৫০ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ১ হাজার ২৫৮ কোটি টাকা। বিদায়ী অর্থবছরে সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ৩ হাজার ২২২ কোটি টাকা।