আগামী অর্থবছরের বাজেট দেশের মানুষের কল্যাণের জন্য হবে বলে জানিয়েছেনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
নতুন বাজেটে ব্যবসায়ীদের জন্য কোনো কর ছাড় থাকছে কিনা–এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, ‘এর জন্য ৩ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওই দিন সবই জানতে পারবেন।’
অর্থমন্ত্রী মনে করেন, যে বাজেটটি তিনি ঘোষণা করবেন, তাতে ব্যবসায়ীরা উপকৃত হবেন। দেশের জনগণও লাভবান হবে। প্রান্তিক জনগোষ্ঠেীকে নিয়েই এগিয়ে যেতে চান, মন্তব্য করেন অর্থমন্ত্রী।
এক বছরেরও বেশি সময় ধরে চলা নজিরবিহীন এক মহামারির বাস্তবতায় দাঁড়িয়ে অনিশ্চিত আগামীর জন্য বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী।
আগামী ৩ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে বাংলাদেশের ৫০তম বাজেট উপস্থাপন করবেন তিনি। বর্তমান সরকারের আমলে এটি হবে তার তৃতীয় বাজেট।
অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, নতুন বাজেটের খসড়া প্রায় শেষ পর্যায়ে। করোনায় বিপযস্ত অর্থনীতি চাঙা করতে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষায় বেশি ব্যয়ের লক্ষ্য নিয়ে প্রায় ৬ লাখ ৩ হাজার কোটি টাকার বিশাল বাজেট ঘোষণা করতে যাচ্ছেন মুস্তফা কামাল।
এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ২ লাখ ২৫ হাজার কোটি টাকা, যা এরই মধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অনুমোদন দেয়া হয়।
আগামী বাজেটের সামগ্রিকভাবে ঘাটতি ধরা হচ্ছে ৬ দশমিক ২ শতাংশ।
চলতি অর্থবছরে মূল বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। পরে তা সংশোধন করে নির্ধারণ করা হয় ৫ লাখ ৩৫ হাজার কোটি টাকা।
ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে বৃহস্পতিবার ছয়টি দর প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।