সৌন্দর্য সচেতনতায় এখন নারীর পাশাপাশি পিছিয়ে নেই পুরুষও। পোশাকে নিত্যনতুন ডিজাইন অথবা সৌন্দর্য চর্চার বিভিন্ন উপকরণ জনপ্রিয় হচ্ছে ছেলেদের কাছেও। এমনকি এই শতকে চুলের কাটেও লেগেছে আধুনিকতার ছোঁয়া।
ঢাকার নরসুন্দরেরা বলছেন, দেশের তরুণদের চুলের ছাঁটে পরিবর্তনে মূলত প্রভাব রাখছে ইউরোপিয়ান ও কোরিয়ান স্টাইল। এজন্য সময়ের চাহিদার সঙ্গে তাল মেলাতে প্রতি বছরই নতুন নতুন চুলের কাট রপ্ত করেছেন নরসুন্দরেরা।
রাজধানীর বেশ কয়েকটি অভিজাত ও সাধারণ সেলুন ঘুরে দেখা গেছে, এবারের ঈদ ফ্যাশনে তরুণদের বেশি পছন্দ ফেড কাট। এর পরেই রয়েছে স্টেপ কাট। আরও কয়েকটি চুলের ছাঁটের চাহিদাও রয়েছে ঈদ ফ্যাশনে।
মাথার চারপাশে প্রায় চুলশূন্য ‘ফেড কাট’
নগরীর কয়েকটি সেলুনের কর্মীরা নিউজবাংলাকে জানান, মাথার চারপাশে চুলের দৈর্ঘ্য সবচেয়ে কম রেখে যে কাট দেওয়া হয় সেটিই ফেড কাট। এই স্টাইলের কাটে মাথার পেছনে এবং কানের ওপরে চুল প্রায় থাকে না। মাথার চামড়া দৃশ্যমান হয়ে যায়।
চুলে ফেড কাটতারা জানান, কানের এক ইঞ্চি ওপর থেকে চুল বড় হওয়া শুরু করে। অন্যদিকে মাথার পেছনে অর্ধেক পার হওয়ার পর ওপরের দিকে চুল হালকা বড় হয় এই কাটে।
মূলত কোরিয়ান এই স্টাইল এখন ঢাকার তরুণদের সবচেয়ে পছন্দ। শিশুরাও বেশ পছন্দ করছে এই কাট।
রাজধানীর বনশ্রীর ইউনিকর্ন হেয়ার সেলুনের মালিক তানজিদ আহমেদ রাকিব নিউজবাংলাকে বলেন, ‘এই কাট মূলত সিল্কি চুলের জন্য। কোরিয়ানরা মূলত এই কাট দিয়ে থাকে। ওদের চুলগুলো সিল্কি হয়। তাই ওরা চায় কানের চারপাশের চুল একটু ছোট করে রাখতে।’
বাংলাদেশে এই কাট জনপ্রিয় হওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, ‘ইউটিউব বা গুগলে এই কাটগুলো খুঁজলেই পাওয়া যায়। সাধারণত কোরিয়ান সেলিব্রেটিদের যারা ফলো করেন, তারা এটি সহজেই জানতে পারেন। আমরাও আমাদের বারবারকে ওইভাবেই ফলো করতে বলি।’
তিনি বলেন, ‘এ ছাড়া এখন ইউরোপিয়ানদের স্টাইল আমাদের দেশে বেশি অনুকরণ করা হচ্ছে। চুলের বিভিন্ন কাট মূলত তাদের থেকেই নেয়া হয়। আমরা সেই অনুযায়ী ক্যাটালগ করতে থাকি। সবার চেহারা তো এক রকম হয় না। তাই সবার চুলের কাটিংও এক রকম হবে না। অনেক ক্ষেত্রে আমরা চেহারার সঙ্গে মিল রেখে ভিন্ন ভিন্ন কাট দিয়ে থাকি।’
চুলে স্টেপ কাটমাথার উপরের দিকে লম্বা চুলের স্টেপ কাট
তরুণদের মধ্যে চুলের আর একটি জনপ্রিয় কাট হলো স্টেপ কাট। এই কাট মুখের আদলের সঙ্গে সামঞ্জস্য রেখে দিয়ে থাকেন নরসুন্দরেরা। সাধারণত যাদের একটু বড় ও ঘন চুল থাকে তাদের ঘাড় ও কানের নিচে থেকে চুল ছোট করে ফেলা হয়।
সিদ্ধেশ্বরীর জয় হেয়ার ফ্যাশনের মালিক শংকর চন্দ্র শীল নিউজবাংলাকে বলেন, ‘ফেড কাটের পর স্টেপ কাট এখন অনেক জনপ্রিয়। সাধারণত এটি মেয়েদের চুলে দেয়া হয়। তবে এখন অনেক ছেলেও চুল বড় রাখতে চায়। বাচ্চাদের ক্ষেত্রেও স্টেপ কাট অনেক জনপ্রিয়।’
শংকর জানান, ফেড কাট ও স্টেপ কাট ছাড়াও লেয়ার কাট, ওয়ান সাইড কাট, টু সাইড কাট, ব্যাক কাটও এখনকার তরুণদের পছন্দ।
তিনি বলেন, ‘প্রতি বছর চুলের কাট পরিবর্তন হয়। গত ঈদে এক সাইড কাটিং অনেক জনপ্রিয় ছিল। তার আগে ফুটবল প্লেয়ারদের কাট জনপ্রিয় ছিল। তবে এ বছর সেটি পরিবর্তন হয়েছে।’
শংকর বলেন, ‘বাইরের দেশের সিনেমা বা খেলা দেখে আমাদের তরুণেরা চুলের কাট অনুসরণ করেন। একসময় বেকহ্যাম, রোনাল্ডো ও নেইমার কাট জনপ্রিয় ছিল। গজনি সিনেমা আসার পর ওই রকম একটা কাট জনপ্রিয় হয়। ২০ বছর আগে আমরা তেরে নাম সিনেমার কাট দিয়ে শুরু করেছিলাম।’
চুলে লেয়ার কাটলেয়ার কাট
লেয়ার কাট বেশ জনপ্রিয় এক শ্রেণির তরুণের কাছে। এক্ষেত্রে সাধারণত মাথার সব জায়গায় চুলের দৈর্ঘ্য সমান রাখা হয়। সামনের দিকে দৈর্ঘ্য খানিকটা বড় থাকে। সেই অনুযায়ী লেয়ার করা হয় কানের দুই পাশে।
চুলে স্পাইক কাটস্পাইক কাট
বিভিন্ন সেলুন ঘুরে জানা গেছে, কয়েক বছর আগেও তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ছিল স্পাইক কাট। এখনও কেউ কেউ এই কাট বেছে নিচ্ছেন।
এই কাটে সাধারণত সামনের চুলগুলো একটু বাঁকানো অবস্থায় রাখা হয়। আর চারপাশের চুল ছোট থাকে। স্পাইক স্টাইলে চুল কাটতে হলে কপালের ওপরের চুল ছোট করে স্পাইক করতে হবে। মাথার ওপরের দিকের চুল তুলনামূলক বড় হবে, তবে পেছনের দিকে থাকবে লেয়ার কাট।
চুলে ফায়ার কাটফায়ার কাট
উচ্চবিত্ত তরুণদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে চুলের ফায়ার কাট। এটি এখনও সব হেয়ার সেলুনে চালু হয়নি।
শংকর চন্দ্র শীল নিউজবাংলাকে বলেন, ‘আমি এখনও এই স্টাইলে চুলের কাট দেইনি। তবে কেমিক্যালের মাধ্যমে নির্দিষ্ট সময় পর্যন্ত চুলে আগুন লাগিয়ে এই কাট দেয়া হয়। অনেক সেলুনে ফায়ার কাটের সঙ্গে ফেসিয়ালসহ আরও কিছু রূপচর্চার ব্যবস্থা রয়েছে।’
চুলে ওয়ান সাইড কাটওয়ান সাইড কাট
মাথার যেকোনো এক পাশের চুল ছোট করে দেয়া হয় এই কাটে। অন্য পাশে চুল বড় থাকে। এটি মূলত ইউরোপিয়ান স্টাইল অনুসরণে দেশেও জনপ্রিয় হয়ে উঠছে।
চুলে টু সাইড কাটটু সাইড কাট
এই কাটে মাথার দুই পাশে চুল ছোট করে মাঝখানে বড় করে রাখা হয়। এটি ওয়ান সাইড কাটের পরিবর্তিত সংস্করণ।
বোর কাট বা কদম ছাঁট
এই হেয়ার স্টাইলে চুলে ক্লিপ দিয়ে কাটতে হয়। এ ক্ষেত্রে চুলের দৈর্ঘ্য হবে ১ ইঞ্চির ৮ ভাগের এক ভাগ। এ স্টাইলে পুরো মাথার চুল সমান থাকবে, যা দেখতে অনেকটা কদম ফুলের মতো।
যাদের মাথা একটু বড় এবং চুল অনেক ঘন ও মোটা, তাদের জন্য এই কাট উপযুক্ত।
চুলে আর্মি কাটমধ্যবয়সীর পছন্দ আর্মি কাট
সেলুন মালিকেরা জানান, তরুণেরা নতুন নতুন চুলের ছাঁট বেছে নিলেও মধ্যবয়স্ক ও পঞ্চাশোর্ধ্বদের বেশি পছন্দ আর্মি কাট। ছোট করে চুলের ছাঁট দেয়া হয় এই স্টাইলে। সেনাবাহিনীতে যারা কর্মরত তাদের এই কাট বাধ্যতামূলক। তবে সাধারণ চাকরিজীবী মধ্যবয়স্করাও বেছে নিচ্ছেন এই কাট।