বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুগন্ধির ১০ গুণ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ ডিসেম্বর, ২০২০ ১৪:১৫

পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে গন্ধের সংবেদন খুবই গুরুত্বপূর্ণ। কখনও কখনও আপনি শুধু সুন্দর গন্ধের জন্য অন্যের প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন। সুগন্ধির জাদুতে আপনিও আকর্ষণ করতে পারেন অন্যদের।

সুগন্ধি ব্যবহারের ইতিহাস হাজার বছরের পুরনো। দুর্গন্ধ দূর করার পাশাপাশি সুগন্ধি বা পারফিউম আরও বেশ কিছু কাজে লাগে। তাই নিত্য ব্যবহৃত পণ্যের জায়গা করে নিয়েছে সুগন্ধি।

সুগন্ধির ১০টি গুণ জেনে নেই ঝটপট।

১. দুর্গন্ধ দূর করার পাশাপাশি সুগন্ধি সারা দিন আপনাকে সতেজ ও ফুরফুরে রাখে।

২. যারা মেজাজের ওঠানামা বা মুড সুইং ভুগছেন, তাদের জন্য বেশ কার্যকর সুগন্ধি। মেজাজ নিয়ন্ত্রণে রেখে আপনাকে প্রফুল্ল হতে সাহায্য করে এটি। সুগন্ধি বেছে নিন পছন্দ অনুযায়ী। সুফল টের পাবেন।

৩. সুগন্ধি বাড়ায় আত্মবিশ্বাস। সুন্দর পোশাকের মতো সুগন্ধিও মনোবলকে চাঙ্গা করে তুলতে পারে। দিনটি আরামে কেটে যাবে শরীরের দুর্গন্ধের কথা ভুলে; দেবে না অস্বস্তি আসতে।

৪. পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে গন্ধের সংবেদন খুবই গুরুত্বপূর্ণ। কখনও কখনও আপনি শুধু সুন্দর গন্ধের জন্য অন্যের প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন। সুগন্ধির জাদুতে আপনিও আকর্ষণ করতে পারেন অন্যদের।

৫. যৌন আকর্ষণেও ভূমিকা আছে সুগন্ধির। কিছু পারফিউমে ফেরোমন থাকে যা দাম্পত্য সঙ্গীর প্রতি আকর্ষণ বাড়াতে সহায়তা করে।

 

৬. সুগন্ধি স্বাস্থ্যের জন্য ভালো, এমন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তবে সুগন্ধি ভালো অনুভূতি দেয়, যা পরোক্ষভাবে স্বাস্থ্যের উপকার করতে পারে।

৭. সুগন্ধি সুখস্মৃতি মনে করিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। সুগন্ধের সংবেদন যে কাউকে চিনিয়ে দিতেও সহায়তা করে। অনেক নারী তার মায়ের স্মৃতিতে ফিরে যান সেই সুগন্ধি ব্যবহার করেই।

প্রতি বার বেড়াতে গেলে আলাদা আলাদা সুগন্ধি নিয়ে যেতে পারেন। তাহলে দেখবেন পারফিউম দিয়েই অনেক স্মৃতি পুনরুদ্ধার করতে পারবেন।

৮. লেবু জাতীয় ফল, পুষ্পশোভিত বা শীতের মসলাদার সুগন্ধি মনকে শান্ত করতে সাহায্য করে। এ সুগন্ধিগুলো আপনার চাপের স্তর নিয়ন্ত্রণ করে।

৯. সুগন্ধির আরেকটি কাজ হলো অনিদ্রা দূর করায় সহায়তা করা। যেসব সুগন্ধিতে অ্যাসেনশিয়াল ওয়েল থাকে সেগুলো এ কাজে বেশ কার্যকর। রাতের ঘুম আরামদায়ক ও উপভোগ্য করে তুলতে পারে এ ধরনের সুগন্ধি।

১০. সুগন্ধির আরেকটি থেরাপেউটিক প্রভাব হলো এটি হালকা মাথা ব্যাথা দূর করে। পারফিউম যে শুধু সুঘ্রাণই দেবে তা না ভেবে এর বাকি কার্যকারিতাগুলোও কাজে লাগাতে পারেন। এতে আপনার ভালো অনুভূতিই বাড়বে।

এ বিভাগের আরো খবর