আধুনিক নারীর দম ফেলবার ফুসরত নেই। এই ব্যস্ত জীবনেও চাই সৌন্দর্যের প্রাধান্য। আর তা শুরু হতে পারে চুল দিয়েই। ঘরে আর বাইরে পোশাক যেমন ভিন্ন। চুলের বেলায়ও ঠিক তাই। নিত্য দিনের বাইরে কোনো অনুষ্ঠানে আপনার চুলের সাজ রঙিন আয়োজনকে আরো বর্ণিল করতে পারে।
চুলের যত্নে জেনে নিন:
এখন চুল রঙিন করেন অনেকে। আপনার চুলে এমন থাকলে সেটাকে আপনার হেয়ারস্টাইলের মাধ্যমে তুলে ধরতে হবে। তাহলে কালার প্রটেক্ট করে এমন শ্যাম্পু ব্যবহার করবেন।
সকালে অনুষ্ঠান থাকলে চুলে শ্যাম্পু করবেন রাতে। কারণ সারা রাত চুল শুকনোর সময় পাবে এবং সকালে চুল বাঁধতেও সুবিধা হবে।
ড্রায়ার ব্যবহার করলে সেটা কোল্ড এয়ার বা ঠান্ডা হাওয়া মোডে রাখবেন। গরমে চুলের সাজ নষ্ট হতে পারে।
এলোমেলো চুলের ক্ষেত্রে আঙুল দিয়ে জট ছাড়ানোর চেষ্টা করবেন। এটা এক ধরনের ঘরোয়া পদ্ধতি। এভাবে চুলের জট ছাড়ালে চুল ছিঁড়ে যাওয়ার আশঙ্কা কমে।
গোসলের পর তোয়ালে নয়, পুরনো সুতির টি-শার্ট দিয়ে মাথা মুছুন। ভেজা চুলের জন্য এটি ভালো। তোয়ালে ব্যবহার করলে ভঙ্গুর চুল ভেঙে যেতে পারে। সুতির কাপড়ে সেটা হবে না।
চিরুনি ব্যবহারের ক্ষেত্রে লক্ষ্য রাখুন। আপনার চুল যেমন তেমন চিরুনি ব্যবহার করুন। ভুল চিরুনি চুলের ক্ষতি করে।
মাথার চুলের ত্বকে কনডিশানার লাগাবেন না। এতে চুল তেলতেলে ও চিটচিটে হয়ে যাবে।
চুল কোঁকড়া হলে সেই সৌন্দর্য রেখেই চুল কাটুন। এজন্য চুল সোজা করতে ব্যস্ত হবেন না।
চুল বেশি টেনে বাঁধবেন না। এতে চুল নষ্ট হয়।
চুলকে তুচ্ছ ভাববেন না। মনে রাখা ভালো যে, শুধু চেহারা আর পোশাকই নয়, চুলও আপনার ব্যক্তিত্বের প্রকাশক।